সোশ্যাল মিডিয়ায় ভক্তদের নিজের অসু্স্থতার খবর দিলেন গায়ক সোনু নিগম। গায়ক লেখেন, ‘ষণ কষ্ট হচ্ছে, আজ পর্যন্ত কোনওদিন শোয়ের আগে এমন কষ্ট হয়নি।’
অসুস্থ গায়ক সোনু নিগম। পুনেতে অনুষ্ঠান করতে গিয়েই আচমকাই অসু্স্থ হয়ে পড়েন গায়ক। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সোনু। গায়ক বলেন, আমার জীবনের অন্যতম কঠিন একটা দিন। যেন মনে হচ্ছিল আমার মেরুদণ্ডে একটা সূঁচ গাঁথা, একটু এদিক ওদিক হলেই বিঁধছে।’’
ভিডিওতে দেখা যায় পিঠের ব্যথায় ঠিক করে দাঁড়াতে পারছেন না । প্রাথমিক সামান্য চিকিত্সার পরই সেদিন অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি।
View this post on Instagram