সোনু নিগম, গানের জগতে এক নক্ষত্র। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক হিট গান উপহার দিয়েছেন সবাইকে। বড় বড় কর্নসার্টেও গান গেয়েছেন তিনি। সম্প্রতি বেঙ্গালুরুর একটি কনসার্টে গান গাইতে গাইতে কান্নায় ভেঙে পড়েন গায়ক। কিন্তু কি এমন ঘটল গায়কের সাথে?
আর এই শোয়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেখানে দেখা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির ‘মেরে ঢোলনা শুন’ গানটি গাইছেন সোনু। গান শেষে আবেগপ্রবণ হয়ে পড়েন গায়ক। পড়ে ইন্সতায় একটি ভিডিও শেয়ার করে গায়ক জানিয়েছেন যে, মঞ্চে এভাবে আবেগপ্রবণ হয়ে পরবেন ভাবতে পারেননি।
সোনু বলেন, ‘আজ, বেঙ্গালুরুতে আমার একটি অনুষ্ঠান ছিল। পারফর্মেন্সের পর, আমি শারীরিক এবং মানসিক ভাবে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে, আমি এতক্ষণ ঘুমিয়ে ছিলাম। আজ, বেঙ্গালুরু অনুষ্ঠানের পর, আমি বুঝতে পেরেছি যে কখনও কখনও কেউ যদি সঠিক ভাবে নাও গায়, তাঁর সুরেও যদি ভুল থাকে তাও কখনও কখনও এমন একটি পরিবেশ তৈরি হয় যে, শ্রোতারা তা মনপ্রাণ দিয়ে গ্রহণ করেন, তাঁর সঙ্গে একাত্ম হয়ে যান, এমনকী কাঁদতেও পারেন। আমি ঠিক করেছিলাম যে আমি গানটা গাইব না। কারণ গানটা গাওয়ার আগে কোনও মহড়া দেওয়া ছিল না।’
তাছাড়া ‘বিজুরিয়া’-এর মতো গানের পর, যেখানে এত নাচ, এত চিৎকার, তারপর আমি গাইতে পারব না বলেই ভাবছিলাম। কিন্তু তারপরও আমি গেয়ে উঠি। যদি আমি গানটা গাওয়ার সময় কেঁদে ফেলতাম, তাহলে গানটা পুরো গাইতে পারতাম না, তাহলে শ্রোতারা ভাবতেন আমি ইচ্ছে করে গানটা করলাম না।’
সোনু আরও বলেন, ‘আমার মা মারা যাওয়ার সময় আমি এভাবেই কেঁদেছিলাম। ২৮ ফেব্রুয়ারি ১২ বছর হবে আমার মা আর নেই। তারপর ৩-৪ বছর ধরে আমি মঞ্চে যখনই গান গাইতাম তখনই চোখে জল আসত। সোনুর ভিডিও প্রকাশ্যে আসতেই গায়ককে শ্রদ্ধা ও ভালোবাসা জানায় তার ভক্তরা।
View this post on Instagram