বহুদিন পর টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে একসঙ্গে অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা প্রতীক সেন। মোহর ধারাবাহিকের এই জুটি আজও শঙ্খ আর মোহর নামেই পরিচিত। এমনকি তাদের নিয়ে প্রেমের গুঞ্জনও শোনা যায়।
যদিও তারা কেউই সম্পর্কের কথা শিকার করেননি। তবে এত বছর পর তাদের একসঙ্গে দেখে বেজায় খুশি হয়েছেন ‘সোনাতিক’ ফ্যানেরা। এতদিন পর তাদের একসঙ্গে দেখা হয়ে কি বললেন দুজন।
আনন্দ বাজার অনলাইনের কাছে সোনামণি জানালেন, দীর্ঘ দিন দেখা হয়নি প্রতীকের সঙ্গে। প্রায় কয়েক মাস পেরিয়ে গিয়েছে। তাই দেখার পর ভাষা হারিয়েছেন। আর প্রতীক জানালেন, ‘দেখা হল খুব ভাল লাগছে। মনে হচ্ছে সোনামণি লম্বা হয়ে গিয়েছে। আমাকে বেঁটে লাগছে।’
প্রতীকের অভিযোগ, ‘সোনামণি সর্বক্ষণ তেজের সাথেই রয়েছে। ‘যেচে পাত্তা নিতে হচ্ছে। তেজ ছাড়া চিনতেই পারছে না।’ প্রতীকের কথা শুনে সোনামণি মজা করে বলে, ‘আমি বলব পুজাকে আরেকটু কাছে টেনে নিতে।’