সোনামণি সাহা অর্থাৎ পর্দার মোহর আজ বাংলা দর্শকের কাছে পরিচিত। অভিনেত্রীর ধারাবাহিক “মোহর” বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
পর্দার মোহরের জীবনে যেমন উত্থান-পতন রয়েছে ঠিক তেমনি অভিনেত্রী সোনামণি সাহার জীবনেও অনেক উত্থান-পতন ছিল। মালদায় খুব সাধারণ পরিবারের মেয়ে সোনামণি। অনেক পরিশ্রম করেই ক্যারিয়ারের এই জায়গায় এসে দাঁড়িয়েছে।
সোনামণি সাহা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে চান না। কিন্তু তাও অভিনেত্রীর মুখেই শোনা গেছে তার বিবাহবিচ্ছেদের কথা। অভিনেত্রীর বিবাহিত জীবন তেমন সুখের ছিল না। সমস্যা ছিল শ্বশুর বাড়ির লোকের সাথে। কলকাতায় আসা নিয়ে তার পরিবারেরও অসম্মতি ছিল।
নিজের জীবনে অনেক ঝামেলা পেরিয়েই অভিনয় জগতে জায়গা করেন। আগে সাইকোলজি নিয়ে পড়াশোনা করলেও কারো মনের কথা ধরতে পারতেন না। মাঝে মধ্যেই মানসিক অবসাদে ভোগেন তিনি।
তবে আজকের সোনামণি আজ আরও শক্ত, তার একটাই কারণ মোহর। অভিনেত্রী জানান, পর্দার মোহরের চরিত্র করতে গিয়ে প্রতিবাদী হওয়া শিখেছি। পর্দার মোহর তাকে বদলাতে সহায়তা করেছে। বিবাহবিচ্ছেদ তার মনের জোর হারাতে পারেনি।