বিয়ের পিঁড়িতে এবার সোনামণি- প্রতীক? মুখ খুললেন ছোটপর্দার ‘সুধা’ ওরফে সোনামণি সাহা

সোনামণি- প্রতীক

আরও একবার খবরের শিরোনামে সোনামণি সাহা ও প্রতীক সেনের প্রেমপর্ব। সুত্রপাত জগদ্ধাত্রীপুজোর একটি মুহূর্ত। সম্প্রতি অঞ্জনা বসুর বাড়ির পুজোতে প্রতীকের মায়ের সঙ্গে গিয়েছিলেন সোনামণি। তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও উস্কেছে। তবে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন সোনামণি ও প্রতীক?

সেখানেই এক সংবাদমাধ্যমকে প্রতীকের মা সোনামণির প্রশংসা করে বলেন, ‘অনেক মিষ্টি মেয়েই তো রয়েছে কিন্তু সোনামণি খুব বিশেষ। এই কারণে ওকে সব জায়গায় সঙ্গে নিয়ে যাই।’

‘মোহর’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় থেকেই বিশেষ বন্ধুত্বের শুরু তাদের। যদিও প্রকাশ্যে শুধুই বন্ধুত্বের কথা বলেছেন তারা। তবে এবার প্রেমপর্ব, বিয়ের প্রশ্ন উঠতেই সোনামণির সাফ উত্তর, “কোথাও নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করিনি আমরা। এ দিকে বিয়ের কথা হয়ে গেল। কোন দিন শুনব আমাদের বাচ্চার পরিকল্পনাও হয়ে গিয়েছে।”

সোনামণি আরও জানান, “সত্যিই কোনও মন্তব্য করার ইচ্ছা নেই। একসঙ্গে কাজও করেছি আমরা। ফলে খুব ভাল বন্ধু আমরা। এর চেয়ে বেশি কিছু কোনও দিনও বলিনি প্রকাশ্যে। এখনও কিছু বলতে চাই না।” অন্যদিকে বিয়ের প্রসঙ্গে কথা উঠলেই এড়িয়ে যান প্রতীক।

কাজের সূত্রেই প্রতীকের পরিবারের সঙ্গে, বিশেষ করে প্রতীকের মায়ের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হয়েছে সোনামণির। তবে তাদের সম্পর্ক নিয়ে এরথেকে বেশি আলোচনা হোক তা একেবারেই চান না অভিনেত্রী।

এই মুহূর্তে সোনামণি- প্রতীক দু’জনকেই দর্শক দেখছে দুটি আলাদা ধারাবাহিকে। সোনামণি অভিনীত ধারাবাহিক স্টার জলসার ‘শুভ বিবাহ’। অন্যদিকে জি-বাংলার ‘আমাদের দাদামণি’ তে দেখা যাচ্ছে প্রতীককে।