অভিনেত্রী সোনামণি সাহা বর্তমানে অভিনয় করছে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে। অভিনেতা হানি বাফনা’র বিপরীতে যাচ্ছে তাকে। হানি বাফনা আর সোনামণি সাহার জুটি বেশ প্রশংসা পাচ্ছে দর্শকমহলে। তবে সোনামণি’র সাথে যেই জুটি বাঁধুক না কেন, সোনামণি’র সাথে সেরা প্রতীক সেনের জুটিই দারুণ মানায়, এমনটাই মন সোনাতিক ফ্যানেদের।
‘মোহর’ ধারাবাহিকের হাত ধরেই এই জুটি পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীকালে এক্কাদোক্কা ধারাবাহিকে তাদের দেখা যায়। পর্দার কেমেস্ট্রির মতোই বাস্তবেও তাদের রসায়ন দারুণ। একে অপরের সাথে দারুণ বন্ডিং তাদের। গুঞ্জন শোনা যাচ্ছে তারা নাকি বাস্তবে প্রেম করছেন। বহুবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয় সোনামণি আর প্রতীককে। এই গুঞ্জনের পুরোপুরি অস্বীকার কিন্তু তারা কখনোই করেনি।
তবে এবার আনন্দ প্লাসের নিজের কাজের আলোচনায় প্রতীককে নিয়ে প্রেমের গুঞ্জনে ফের খুললেন সোনামণি। অভিনেত্রীকে এই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় ‘অভিনেতার প্রতীকের সেনের সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়…উত্তরে সুধা ওরফে সোনামণি বলেন, ‘মোহর’, এক্কাদোক্কা’য় একসঙ্গে আমরা কাজ করেছি। সেই থেকেই আমরা একে অপরের ভালো বন্ধু। আজও আমরা দুজন দুজনের সিরিয়াল দেখে মতামত দিই। কোনও দৃশ্য ভালো হলে প্রতীক প্রশংসা করে। ও খুব সুন্দর গুচ্ছিয়ে কথা বলতে পারে। আমি পারি না। আমাদের বন্ধুত্বটা ভবিষ্যতে কোনদিকে এগোবে তা সময় বলবে।’
তাহলে কি মুখে না বললেও আগামীদিনে তাদের মধ্যে সম্পর্ক গড়তে পারে তার ইঙ্গিত দিচ্ছেন সোনামণি?