লাল লেহেঙ্গায় মোহময়ী সোনামণি, ছবি দেখে কি বললেন প্রতীক সেন

সোনামণি সাহা

ছোটপর্দার সুপারহিট অনস্ক্রিন জুটি শঙ্খ-মোহরের অফ-স্ক্রিন রসায়ন কতটা জমজমাট? ধারাবাহিকের মতো বাস্তবেও অফস্ক্রিন এই জুটির মধ্যে খুনসুটির সম্পর্ক। ফের প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ার পাতাতে।

ছোট পর্দার চেনা মুখ সোনামণি সাহা অর্থাৎ সকলের প্রিয় মোহর। অভিনয়ের পাশাপাশি ফটোশুট করতে বেশ ভালোবাসেন এই অভিনেত্রী। কিছুদিন আগে ফেসবুকের দেওয়ালে নিজের নতুন ফটোশ্যুটের ছবি পোস্ট করেন মোহর ওরফে সোনামণি। তার ফটোশ্যুটের ছবিতে তার লুক ছিল অপূর্ব। সুন্দর লাল লেহেঙ্গা-চোলিতে লাস্যময়ী সোনামণি।

YouTube video player

সোনামণি এই লুকে ঘায়েল হয়েছে বহু পুরুষ হৃদয়। কিন্তু পর্দায় তার শঙ্খ স্যার অর্থাৎ প্রতীক খুনসুটি করার একটা সুযোগ হাতছাড়া করলেন না। সোনামণির এই ছবির কমেন্ট গিয়ে প্রতীক করেন, পারফেক্ট ব্লেন্ড অফ ইন্দো-জাপানিজ বিউটি’। সঙ্গে একগুচ্ছ হাসির ইমোজি। আসলে সোনামণিকে আগেও প্রতীক জাপানি গুড়িয়া বলে সম্বোধন করেছেন। তাই এখানেও ইন্দো-জাপানিজ বিউটি বলে প্রতীকের মন্তব্য। তবে মোহরের এই ব্রাইডাল শুট বেশ ভাইরাল।

সোনামণি

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here