মুম্বাইয়ে নবরাত্রির উৎসবের মাঝেই ভেসে আসে খুশির খবর। সাম্প্রতিক রিপোর্ট বলছে, ফের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আবার নাকি দাদু হবেন অনিল কাপুর।
খুব শীঘ্রই নাকি সেই সুখবর ব্যবসায়ী স্বামী আনন্দ আহুজাকে সঙ্গে ভাগ করে নিতে চলেছেন অভিনেত্রী। ছেলের তিন বছরের মাথায় আবার মা হওয়ার পরিকল্পনা করেন সোনম। আর এই খবরে শিলমোহর দিয়েছে পরিবারের ঘনিষ্ঠ সূত্রই।
প্রথম সন্তান হওয়ার পরেই অভিনয় থেকে দূরে সোনম। বলা যায়, বলিউড থেক গায়েব তিনি। শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানের পর বলিউডকে পুরোপুরি বিদায় জানাতে পারেন অভিনেত্রী।