মাত্র ৫ বছর বয়সে মেডেল পেল ছেলে ইউভান, গর্বিত মা শুভশ্রী

ইউভান

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান ছোট থেকেই মেধাবী। চার বছর বয়সের আগে থেকেই সাঁতার কাটতে শেখে। যেমন পড়াশুনোয় মেধাবী, তেমনি খেলাধুলোয়। যেকোনো বাবা-মায়ের কাছে এটি গর্বের বিষয়।

এবার ইউভান  স্পোর্টস ডে-তে জিতে পেল তিনটি মেডেল । ছেলের জন্য গর্বে বুক ফুলে উঠেছে মা শুভশ্রীর। সমাজ মাধ্যমে বেশ কিছু ছবি, ভিডিও শেয়ার করে জানালেন সেই খবর।

ছবিতে দেখা যাচ্ছে একটি নয়, তিনটি মেডেল পেয়েছে ইউভান। একটি খেলায় প্রথম, আরেকটিতে দ্বিতীয় হয়েছে সে।

ছবি শেয়ার করে শুভশ্রী লেখেন, “আমার হিরো”। ছোট থেকেই ছেলেকে আউট নলেজ শেখান শুভশ্রী। ছেলের সব কান্ডকারখানা ভাগ করে নেন অনুরাগীদের সাথে।