বাবার সাথেই ‘চিরদিনই তুমি যে আমার’ গানে জমিয়ে নাচলেন ছেলে তৃষাণজিৎ

তৃষাণজিৎ

বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া-সন্তান যত স্বল্প ক্ষমতা সম্পন্ন হোক না কেন পিতার গুণ কিছু পরিমাণে সন্তান পাবে। সেরকমই দৃশ্য চোখে পড়লো সোশ্যাল মিডিয়া।

সম্প্রতি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ-এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা বাবার সাথে জমিয়ে নাচছে তৃষাণজিৎ। বাবার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘অমরসঙ্গী’র সুপারহিট ‘চিরদিনই তুমি যে আমার’ গান তালে নাচলেন তৃষাণজিৎ।

তৃষাণজিৎ অর্থাৎ মিশুকের জন্মদিনের পার্টিতেই বাবা আর ছেলের ডুয়েট নাচ দেখে প্রশংসা জানালেন নেটিজেনরা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)