আজ ২৪ শে ফেব্রুয়ারি, মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর শুভ জন্মদিন। জন্মদিনে অনুরাগীদের থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন অভিনেত্রী। কয়েকদিন আগে থেকেই মিঠাইয়ের জন্মদিন পালন শুরু করে দিয়েছেন ভক্তরা।
এবার অনস্ক্রিন মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় হ্যাপি বার্থ ডে গান গেয়ে মাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন শাক্য। ধৃতিষ্মান সৌমিতৃষাকে শুভেচ্ছা জানিয়ে বলল ‘হ্যাপি বার্থ ডে পার্টনার।’
প্রসঙ্গত, মিঠাই ধারাবাহিকে মিঠাইকে শাক্য পার্টনার বলে ডাকত। ধৃতিষ্মানের মায়ের চরিত্রে অভিনয় করেছিল সৌমিতৃষা। মিঠাই থেকেই তাদের মা-ছেলের ভালো বন্ডিং তৈরি হয়ে যায়।