ছেলে রিয়ানের চার বছরের জন্মদিন! ‘আমার খুব অপরাধ বোধ হচ্ছে’, মন খারাপ অভিনেত্রী সোনালী চৌধুরীর

অভিনেত্রী সোনালী চৌধুরী

আজ অভিনেত্রী সোনালী চৌধুরী’র ছোট ছেলে রিয়ানের চার বছরের জন্মদিন। তবে ছেলের জন্মদিনে মন খারাপ মায়ের। কারণ ‘মিত্তির বাড়ি’র শুটিং চলবে রাত ৩ টে পর্যন্ত, তাই ছেলের জন্মদিনে তাকে বাড়িতে রেখেই শুটিংয়ের জন্য যেতে হচ্ছে বাধ্য হয়েই।

আনন্দবাজার ডট কমকে মন খারাপ নিয়ে অভিনেত্রী জানান, ও এখন বড় হচ্ছে বায়না তো করে। আর সেটা ওর অধিকারও। আমরা বোঝানোর চেষ্টা করি। আমার খুব অপরাধ বোধ হচ্ছে। কিন্তু আমার জন্য তো গোটা সেট ভুগবে তা হয় না। তাই না করতে পারিনি। সকালে স্কুল গিয়েছিল। তার পর অনেকটা সময় মা-ছেলে একসঙ্গে কাটিয়েছি। তার পর আমি শুটিংয়ে বেরোলাম। সন্ধেবেলা কেক কাটা হবে। কিন্তু আমি বা ওর বাবা কেউই থাকতে পারব না। ভিডিয়ো কলেই উপস্থিত থাকব।’

তবে ব্যস্ততার মাঝেই শুটিংয়ে আসার আগে পাঁচ রকম ভাজা, পায়েস, মাছের কালিয়া রান্না করে এসেছেন সোনালী। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে ছবি ভাগ করে লেখেন, ‘আজ রিয়ানের জন্মদিন চার বছরের। আমার মাতৃত্বের চার বছর পূরণ হল। সবাই আশীর্বাদ করো ওকে যেন ভালোভাবে মানুষ করতে পারি।’