একের পর এক রোম্যান্টিক গানে আজও শ্রোতাদের মনে উজ্জ্বল কুমার শানু। বলিউডে নব্বইয়ের দশকের প্রথম সারির জনপ্রিয় প্লেব্যাক গায়ক তিনি। রাহুল দেব বর্মণের মতো তাবড় তারকা সুরকারের সঙ্গে কাজ করেছেন। একাদিক নামীদামি পুরস্কারও তার থলেতে। সেই জনপ্রিয় কুমার শানুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তারই ছেলে জান কুমার।
এন্টারটেনমেন্ট টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবা কুমার শানুর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে জান কুমার জানান, “বাবা পাশে থাকলে তিনি এতদিনে একজন বড় তারকা হয়ে যেতেন। কাজের ক্ষেত্রে তাঁকে কোন রকম সাহায্যেই করেননি তার বাবা”।
প্রসঙ্গত, কুমার শানুর এবং প্রাক্তন স্ত্রীর সন্তান হলেন জান কুমার। জানের ৬ মাস বয়সে তার বাবা এবং মায়ের ডিভোর্স হয়ে যায়। ‘বিগ বস ১৪’ সিজেনে প্রতিযোগী হিসাবে মাঝেমধ্যেই নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যেত তাঁকে।
একসময় জান কুমার জানান, “আমার বাবা কাজের ক্ষেত্রে আমাকে একটুও সাহায্য করেনি। যদি করতেন, তাহলে আজ আমি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বড় তারকারদের মধ্যে একজন হতাম। তবে আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই। কারণ আমি ঈশ্বরকে বিশ্বাস করি। তিনি নিশ্চয়ই আমার জন্য কোনও প্ল্যান করে রেখেছেন”।
কুমার শানুর ছেলের আরও অভিযোগ, “আমি তো জানতামও না আমার বাবার বিষয়ে। অনেক বড় বয়সে জানতে পেরেছি বাবার ব্যাপারে। আমি জানি না, কেন উনি গায়ক হয়ে ওঠার জন্য সাহায্য করেননি বা আমার হয়ে প্রচার করেননি”।
তবে কুমার শানু এর আগে দাবি করেছিলেন, “ছেলের জন্য যতটুকু প্রয়োজন তিনি দায়িত্ব পালন করেছিলেন। এমনকি জানের ব্যাপারে বড় বড় পরিচালকদের সঙ্গে নাকি তিনি কথাও বলেছিলেন”।