বড় চমক! এবার নতুন প্রোজেক্টে জুটি বাঁধছেন সোমু-প্রারব্ধী

সোমু-প্রারব্ধী

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই পুজো। আর পুজোর গান। পুজোর আগে পুজোর গান বাঙালিদের কাছে ইমোশন। এবার এন্টারটেইনমেন্ট স্কাই ওয়াক এর তরফ থেকে মুক্তি পেতে চলেছে পুজোর নতুন গান ‘ঢাকের তালে নাচবে রে মন’।

আর এই নতুন মিউজিক ভিডিওতে জুটি বাঁধতে চলেছে ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ অভিনেত্রী সোমু সরকার এবং অভিনেতা প্রারব্ধী সিংহ। ইতিমধ্যে মিউজিক ভিডিওর পোস্টার মুক্তি পেয়েছে। আগামীকাল মুক্তি পাবে সেই গানের ভিডিও। সোমু সরকার এবং প্রারব্ধী ছাড়াও থাকবে আরও এক জুটি।

প্রসঙ্গত, অভিনেত্রী সোমু সরকার এর আগে কাজ করেছেন গোধূলি আলাপ, আলোর কোলে ধারাবাহিকে। অন্যদিকে এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে জয় চরিত্রে অভিনয় করছেন প্রারব্ধী।