পর্দায় আসছে এবার সোমরাজ মাইতি এবং রণিতা দাসের জুটি। এই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন তারা। দুজনেই ছোটপর্দার হাত ধরে নিজেদের কর্মজীবনে সফল হয়েছে। রণিতা দাস ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের বাহামণি চরিত্রে জনপ্রিয়তা পায় এবং সোমরাজ এই ছেলেটা ভেলভেলটা ধারাবাহিকের হাত ধরে।
‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকের পর রণিতাকে ছোটপর্দায় দেখা যায়নি। তবে সোমরাজ কাজ করেছেন ছোটপর্দায়। তবে ছোটপর্দার এই জনপ্রিয় দুই মুখ এবার জুটি বাঁধতে চলেছেন বড়পর্দায়। সৌপ্তিক চক্রবর্তী পরিচালিত ওয়েব ছবি ‘মণিহারা’ সিক্যুয়েল তৈরি হচ্ছে বড়পর্দায়। সিনেমার নাম ‘দেবী’।
ছবিতে যোগসূত্র ডাকিনীবিদ্যার। সেখানে ডাইনি, পেত্নী, ব্রহ্মদৈত্যেরাও রয়েছে। দর্শক ছোটবেলায় ফিরে যাবেন এই ছবির মধ্যে দিয়ে। এমনটাই জানিয়েছেন পরিচালক।
ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রণিতা। তার প্রেমিকের চরিত্রে রয়েছেন সোমরাজ। এছাড়াও ছবিতে বিশেষ চরিত্রে দেখা মিলবে অঞ্জনা বসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ।