পর্দায় আরও এক নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছে সোমরাজ-নন্দিনী-সাইনা

সোমরাজ-নন্দিনী-সাইনা

আপনাদের আগেই জানিয়েছিলাম জি-বাংলার হাত ধরে পর্দায় আসছে নতুন মেগা ধারাবাহিক। নাম এখনো সামনে আসেনি। তবে এই মেগায় দুই নায়ক এবং দুই নায়িকার গল্প ফুটে উঠবে। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা মিলবে অভিনেতা সোমরাজ মাইতিকে। চিনি ধারাবাহিকের পর আবার পর্দায় ফিরছেন তিনি।

অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের ব্যানারে এই নতুন ধারাবাহিকে সোমরাজের বিপরীতে নায়িকা হিসাবে দেখা যাবে অভিনেত্রী নন্দিনী দত্তকে। যিনি এর আগে ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করেছেন।

তবে এই মুহূর্তে বড় আপডেট এই নতুন মেগায় ফিরতে চলেছে নবাগতা অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে অভিষেক হয় অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনার। এটা তার দ্বিতীয় মেগা হতে চলেছে। দ্বিতীয় প্রধান নায়িকা হিসাবেই দেখা মিলবে তার। সাইনার বিপরীতে কোন নায়ক থাকবেন তা এখনো জানা যায়নি।

তবে শোনা যাচ্ছে, সাইনা আর নন্দিনীর মধ্যে দোটানায় পড়বেন নায়ক সোমরাজ। এবার দেখা যাক এই নতুন জুটি পর্দায় কতটা সাড়া ফেলতে পারে।