২০০৯ সালে ‘মা’ ধারাবাহিকের হীরা আম্মাকে এখনও মনে রেখেছেন দর্শকেরা। দুর্দান্ত এই ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী সোমা ব্যানার্জি। ঠিক তেমনই একটি চরিত্রে আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন সোমা।
সম্প্রতি অভিনেত্রীর পোস্ট করা ভিডিও আরও একবার পুরনো হীরা আম্মাকে মনে করিয়ে দিল। ভিডিওতে অভিনেত্রীর নতুন লুক অনেকটা হীরা আম্মার লুকের মতই। তবে এই নতুন লুক নিয়ে কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী?
জানা যাচ্ছে, জি বাংলার ফুলকি ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা যেতে চলেছে সোমাকে। সেই কারণেই এমন একটি লুক, যেখানে হঠাৎ করে ফিরে এসেছে হীরা আম্মার স্মৃতি। চরিত্রটিও খানিকটা তেমনই।
ঝিলিকের জীবনকে কতটা কঠিন করে তুলেছিলেন হীরা আম্মা, তা দর্শকেরা জানেন। এবার ফুলকির জীবনে অভিনেত্রীর এই চরিত্র কোন ভয়ংকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে সেটাই দেখার পালা।