ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেতা হলেন ধ্রুবজ্যোতি সরকার। দর্শক যদিও অভিনেতাকে আজও মিঠাই ধারাবাহিকে সোমদা অথবা ‘পিলু’ ধারাবাহিকের মল্লার হিসাবেই বেশি চেনেন। বেশিরভাগ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রেই দেখা মেলে তার।
পর্দার হিরো না হলেও তিনি একজন দক্ষ অভিনেতা নিজের কাজের মাধ্যমে সবসময় প্রমাণ করে দিয়েছেন দর্শকের কাছে। তাই তো প্রথম থেকে আজ পর্যন্ত একইভাবে দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন অভিনেতা।
তবে খুব শীঘ্রই দর্শক পর্দায় নতুন রুপে দেখতে পাবে অভিনেতাকে। তবে কোন ধারাবাহিকে নয়, স্টার জলসার মহিষাসুরমর্দিনী তে থাকছেন ধ্রুবজ্যোতি সরকার।
ইতিমধ্যেই খবর মিলেছে যে, স্টার জলসা চ্যানেলে এবারেও দেবী দুর্গা হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শিব হিসেবে বাংলার এই মুহূর্তে পরশুরাম ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎ বসু-র থাকার খবরও পাওয়া গেছে। তার সঙ্গে দ্বিতীয়বার অসুর হতে চলেছেন ধ্রুবজ্যোতি সরকার, এমনটাই কানাঘুষো।
সম্প্রতি রোশনাই ধারাবাহিকে স্বল্প সময়ের জন্য অভিনয় করেছেন অভিনেতা। এর আগে প্রতীক সেন অভিনীত উড়ান ধারাবাহিকেও কাজ করেছেন ধ্রুব।