গত বছর স্বামী শাক্যর সাথে ডিভোর্সের কথা সামনে আনেন অভিনেত্রী। তারপর থেকে সোহম মজুমদারের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও অভিনেত্রী সোহমকে নিজের ভালো বন্ধু হিসাবেই আখ্যা দিয়েছেন।
ছোটপর্দা থেকে বড়পর্দা, বর্তমানে ওয়েব সিরিজেও চুটিয়ে কাজ করছেন শোলাঙ্কি। মৈনাক ভৌমিকের নতুন ছবি ভাগ্যলক্ষ্মীতে দেখা যাবে শোলাঙ্কিকে। আর তার বিপরীতে থাকবেন ঋত্বিক চক্রবর্তী।
ছবির প্রচারের মাঝে ছবির পরিচালকের সাথে একটি মজার খেলা খেললেন শোলাঙ্কি। সেই ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। খেলাটি ছিল শোলাঙ্কিকে তার জীবনের দুটি সত্য আর মিথ্যা ঘটনা বলতে হবে। আর তার মধ্যে কোন দুটি মিথ্যে আর কোন দুটি সত্য তা ধরতে হবে মৈনাককে।
এই খেলায় শোলাঙ্কি বলেন – এক, আমি খুব শান্ত মানুষ। দুই, আমি একটা বেআইনি কাজ করেছি। তিন, আমি খুব ফুডি। চার।
মৈনাক ভৌমিক বলেন, তোর পক্ষে বেআইনি কাজ করা সম্ভব নয়। এটা মিথ্যে আর বাকি দুটো সত্য। কিন্তু শোলাঙ্কি জানান তিনি বেআইনি কাজ করেছেন এবং তিনি মোটেই শান্ত মানুষ নন। এবার আসল বিষয় হল, ছোটপর্দার খড়ি কি বেআইনি কাজ করেছেন? এই বিষয়ে মুখ খোলেননি তিনি।
সূত্রঃ bangla . hindustantimes . com