‘গৌতমদা আর আমি…আমাদের বিচ্ছেদ হওয়ার পিছনে…’, প্রথমবার প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন সোহিনী সেনগুপ্ত

সোহিনী সেনগুপ্ত

বাংলা চলচ্চিত্র এবং নাট্যজগতের একজন জনপ্রিয় শিল্পী হলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। অভিনেতা সপ্তর্ষি মৌলিককে নিয়ে সুখে সংসার করছেন সোহিনী। ১৪ বছরের বড় স্বামীর সাথে তার দাম্পত্য জীবন অন্যদের ঈর্ষনীয়। তবে ২০০৬ সালে ভেঙেছিল সোহিনীর প্রথম বিয়ে। কেন ভেঙেছিল সেই বিয়ে। সম্প্রতি এক পডকাস্ট চ্যানেলে সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

এক সময় গৌতম হালদারকে বিয়ে করেছিলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। তবে সেই বিয়ে টেকেনি। তবে এখনো নাকি গৌতমের সাথে তার সুসম্পর্ক বজায় রয়েছে।

স্টেট আপ ইউথ শ্রী পডকাস্টে সোহিনী প্রক্তন স্বামীর প্রসঙ্গে বলেন,  ‘দুটো মানুষ খুব ভালো হতে পারেন। কিন্তু তাঁরা সব সময় হয়তো একসঙ্গে থাকতে পারেন না। গৌতমদা আর আমি মানুষ হিসেবে অনেকটা আলাদা। কথা বলে, আরাম করে আমাদের বিচ্ছেদ হয়েছে। এর মধ্যে কোনও তিক্ততা নেই। মা যখন ২০২১-এ চলে যান তখন গৌতমতা এসে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন।’

অভিনেত্রী আরও জানান, ‘মজার ব্যাপার হল আমার বাবা এখনও গৌতমদা এবং ওঁর স্ত্রী দ্যুতির সঙ্গে মাঝে মধ্যেই হলদিরামসে খেতে যান। গৌতমদা আবার সোজন বাঁধিয়ার ঘাট করলেন তখন তিনি বাবাকে নিমন্ত্রণও করেছিলেন। আমার মনে হয় আমার মধ্যে এইটুকু সামাজিকতা থাকা উচিত।’