ভালোবাসা বয়সের তোয়াক্কা করে না। আর তার জলজ্যান্ত প্রমাণ টলিপাড়ার প্রিয় জুটি সোহিনী সেনগুপ্ত ও সপ্তর্ষি মৌলিক। স্ত্রী ১৪ বছরের বড় কিন্তু এই বিচ্ছেদের যুগেও ১২ বছর সুখে দাম্পত্য কাটাচ্ছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক।
ভালোবাসার পথটা এতটা মসৃণ ছিল না তবে দুজন দুজনের হাত ধরেছিলেন শক্ত করে তাই তো নিন্দুকেরা কি বলল তাদের কিছু যায় আসেনা। কারণ ভালোবাসার মানুষ দুটো যে খাঁটি। আর বাকি রইল, লোকজন তাদের কাজই কথা বলা।
নাটক শেখার সময় তাদের প্রথম দেখা। সেখান থেকেই ভালোলাগা। সোহিনীকে প্রথম প্রস্তাব দেয় সপ্তর্ষি নিজেই।
নিবেদিতা অনলাইনের কাছে অভিনেতা বলেন, “আমি সোহিনীকে প্রথম ভালোবাসার কথা জানাই। সোহিনী বলেছিল ভালোবাসার কথা সবাই বলে বাবাকে বলতে পারবি। আমি ওর বাবাকে জানাই।”
সোহিনীর প্রথম বিয়ের প্রসঙ্গে অভিনেতা বলেন, “ও আমায় বলেছে ওর আগের বিয়ে টক্সিজ ছিল। আমি ওঁকে বলেছি তোমার পুরনো সম্পর্ক কি, তোমার বিবাহ কি আমি জানতে আগ্রহী নয়। আমাদের সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে আগ্রহী।’
১৪ বছরের বড় মেয়েকে বিয়ে করা নিয়ে প্রথমে শুনতে হয়েছিল কটাক্ষ। যদিও সেইসব তারা কখনোই পাত্তা দেয়নি। তাদের দুই পরিবার এই নিয়ে কোনও সমস্যা ছিল না তাই লোকজন কি বলল তাদের কথায় আসে যায়না।
সমাজ কথা বলতে গিয়ে সপ্তর্ষি বলেন, “বিয়ের প্রথম শুনতে হয়েছিল। প্রথমে ১৪ বছর ফারাক নিয়ে কটাক্ষ তারপর দুজনে সুযোগের জন্য বিয়ে করেছি শুনতে হয়। প্রথম প্রথম সোহিনীর কষ্ট পেত কিন্তু আমি বলেছিলাম দেখো আমাদের মধ্যে যদি বন্ধুত্ব থাকে তাহলে আমরা এই সম্পর্কটা নিয়ে যেত পারবো তুমি লোকেদের কথা শুনো না। লোকে কি বলল কখনোই আমার কাছে ম্যাটার করে না।”

