দেবের সঙ্গে একফ্রেমে ‘উড়ন তুবড়ি’ খ্যাত সোহিনী! বড়পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী?

সোহিনী বন্দোপাধ্যায়

জি-বাংলার জনপ্রিয় মেগা ‘উড়ন তুবড়ি’তে অভিনয় করেই দর্শকমহলে পরিচিতি পান অভিনেত্রী সোহিনী বন্দোপাধ্যায়। ২০২৪ সালের ২৭ জানুয়ারি, পেশায় ইঞ্জিনিয়ার স্বামীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সোহিনী। কর্মসূত্রে বেশ কিছু বছর ধরে লন্ডনে থাকেন সোহিনী-জয়সূর্য।

উড়ন তুবড়ি’র পর ফের পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী। ধারাবাহিক ছেড়ে এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন সোহিনী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রামে দেবের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা গেল সোহিনী কে। তাও আবার লন্ডনের রাস্তায় গোলাপি রঙের টপ ও জিন্সে দেবের পাশে নজর কাড়লেন নায়িকা।

সোহিনী বন্দোপাধ্যায়

চলতি বছরের ডিসেম্বর মাসে ‘প্রজাপতি ২’ আসার কথা রয়েছে। এই মুহূর্তে দেব সহ গোটা টিমের শুটিং চলছে লন্ডন শহরে। ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে। দেবের সাথে সোহিনী’র ছবি দেখে অনেকেই ধারণা করছেন, তবে কি দেবের ‘প্রজাপতি ২’তে সোহিনীকেও দেখা যাবে? যদিও সে রকম কোনও খবর অবশ্য এখনও পাওয়া যায়নি নির্মাতাদের পক্ষ থেকে।

আসলে বিয়ের পর থেকে লন্ডনে স্বামীর সঙ্গে থাকেন সোহিনী। সেখানেই সম্ভবত শ্যুটিংয়ের সময় দেবের দেখা পেয়েছিলেন অভিনেত্রী। সুপারস্টারের দেখা পেয়ে তার সঙ্গে ছবিও তুলেছিলেন অভিনেত্রী।