সুখবর! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোহেল-তিয়াসা

তিয়াসা লেপচা

সুকান্ত-অনন্যার পর এবার আরও এক জুটি বসতে চলেছে ছাদনাতলায়। বেশকিছু মাস ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল সোহেল দত্ত এবং তিয়াসা লেপচা নাকি প্রেম করছেন। সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডের দিন প্রেমিক সোহেলের পাঠানো উপহার পোস্ট করে সমস্ত জল্পনার অবসান করেন ছোটপর্দার শ্যামা ওরফে তিয়াসা।

এদিন সুকান্ত কুন্ডু এবং অনন্যা গুহর এনগেজমেন্ট পার্টিতে উপস্থিত ছিলেন তিয়াসা-সোহেল দুজনেই। পার্টিতে তোলা দুজনের কিছু ছবিও শেয়ার করেন তিয়াসা। যাতে করে দর্শকের কৌতূহল খানিকটা হলেও বেড়ে যায়, তাহলে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তিয়াসা-সোহেল?

এদিন সায়ক চক্রবর্তী একটি ভিডিয়ো পোস্ট করে তাতে লেখেন, ‘শ্যামার প্রেম তো জমে উঠেছে। সামনেই ওদের বিয়ে।’ এমনকি সেই ভিডিওতে সায়ক তাদেরকে শুভেচ্ছাও জানায়।
তিয়াসা শুভেচ্ছা জানানোর কারণ জিজ্ঞাসা করায় সায়ক বলেন, ‘এই যে দুজনকে একসঙ্গে কী সুন্দর লাগছে।’ খুব শীঘ্রই হয়ত সাত পাকে বাঁধা পরতে চলেছে। এই মুহূর্তে রোশনাই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা লেপচা।