অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেত্রী। সদ্য দেবের বিপরীতে নায়িকা হয়ে ‘প্রজাপ্রতি’ সিনেমার হাত ধরে বড়পর্দায় ডেবিউ করেছেন। বর্তমানে ‘সোহাগ জল’ ধারাবাহিকে অভিনয় করছেন। তবে জনপ্রিয়তার শিখরে গিয়েও সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন শ্বেতা।
আর পাঁচটা সেলিব্রেটি থেকে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের ব্যক্তিত্ব অনেকটাই আলাদা। এর আগে বহুবার বড়পর্দায় সুযোগ পেয়েছেন কিন্তু শর্ট ড্রেস-স্লিভলেস পরবেন না বলে অফার ফিরিয়ে দিয়েছেন। নিজের কিছু শর্ত রেখেই বড় পর্দায় পা রেখেছেন তিনি।
এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শ্বেতা এই ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়ে নিজের মনের কথা প্রকাশ করেছেন। অভিনেত্রী জানান, “১৩ বছর ধরে অভিনয় করছেন আর এই ১৩ বছর ধরে শুটিং সেটে তাঁর সঙ্গে তাঁর মা থাকেন। এর একমাত্র কারণ মায়ের অসুস্থতা। তাই যেই প্রযোজনা সংস্থা তাঁর মাকে থাকার অনুমতি দেয় না সেখানে তিনি কাজ করেন না”।
শ্বেতা আরও জানান, “অনেকে আমাকে ব্যাকডেটেড বলতে পারে, কিন্তু তাতে আমার কোনও রাগ নেই। কারণ আমি বাবা-মায়ের সাথে থাকতে ভালোবাসি। ঘুরতে যাওয়া, পার্টি করা, লং ড্রাইভ আমার ভালো লাগে না। মায়ের সঙ্গেই শুটিং আসি আবার বাড়ি ফিরে যাই। অনেকে দোষ দেন কাজ করতে হলে পার্টি করতে হবে, মদ খেতে হবে। আমাকে এখনো কেউ এই নিয়ে জোর করেনি। আমার মনে হয় নিজে ঠিক থাকলে কেউ জোর করে বিপথে চালিত করতে পারে না”।