
সোদপুরের ছেলে প্রবীর দাস, কাজ করেছেন খাকি ২-তে। ছবিতে জিৎ, প্রসেনজিত, শাশ্বত চট্টোপাধ্যায়দের মত তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে স্ক্রিন ভাগ করেছেন ডেলিভারি বয় প্রবীর।
কিন্তু কি তার পরিচয়? এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবির কোলাজ পোস্ট করেন প্রবীর। আর সেখানেই জানালেন একজন ডেলিভারি বয় থেকে একজন অভিনেতা হয়ে ওঠার জার্নির কথা। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রবীর, কাজ শুরু করেন জোমাটোর ডেলিভারি বয় হিসেবে।
এরপর ব্যাকগ্র্যান্ড ড্যান্সার হিসেবে, পরে একজন নাট্যকর্মী হিসেবে কাজ শুরু করেন প্রবীর। নাট্যমঞ্চ থেকেই উত্থান শুরু তার। আকাশ আটের একটি সিরিয়ালে কাজও করেন প্রবীর। খাকি সিরিজের জন্য অডিশন দিলে এক চান্সেই সিলেক্ট হয়ে যান প্রবীর।
এদিন তার স্বপ্নপূরণের সম্পূর্ণ জার্নির একটা ভিডিও শেয়ার করে লেখেন, ‘সোদপুর থেকে মুম্বই, সফরটা সবে শুরু হয়েছে। ধন্যবাদ ইউনিভার্স সবটার জন্য।’