এই মুহুর্তে স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব। তারমাঝেই ধারাবাহিকে নতুন চরিত্রের এন্ট্রি কি পালটে দেবে গল্পের মোড়? গল্পে নতুন চরিত্রে আসছে কে?
রাণী ভবানীর মেয়ে তারা সুন্দরীর চরিত্রে ধারাবাহিকে এন্ট্রি নিলেন স্মৃতি সিং। তাকে অবশ্য ‘আলো ছায়া’ ধারাবাহিকের ছায়া চরিত্রেই দর্শক বেশি চেনেন। পর্দার সেই ছোট্ট ছায়া এখন অনেকটাই বড়। ইতিমধ্যেই ধারাবাহিকে আভাস মিলেছে অভিনেত্রীর। ধারাবাহিকের আজকের পর্বেই সামনে আসবে স্মৃতির এন্ট্রির ট্র্যাকটি।
এর আগেও অভিনেত্রীকে দেখা গিয়েছে আমার দুর্গা, বকুল কথা, উমা-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে। এবার তারা সুন্দরীর চরিত্রে দর্শকের কততা মন ছুঁতে পারে স্মৃতি এখন সেটাই দেখার অপেক্ষা।


