পর্দায় নয়, বাস্তবে আইবুড়ো ভাত খাচ্ছেন ছোটপর্দার হিন্দোল! চুপিসারে বিয়ে করছেন মৃত্যুঞ্জয়?

মৃত্যুঞ্জয় ভট্টাচার্য

এই মুহুর্তে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্য-অপর্ণার সাথে সাথে আরও একটি চরিত্র গুরুত্বপুর্ন হয়ে উঠেছে তা হল ডাক্তার হিন্দোল মিত্র। আর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য কে। বর্তমানে মৃত্যুঞ্জয় কে আকাশ আট চ্যানেলের ‘খনার কাহিনী’ গল্পে দেখা যাচ্ছে কৃপাচার্যের ভূমিকায়। সেখানেও অভিনেতার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।

ধারাবাহিকের পর্ব অনুযায়ী, অনিচ্ছা সত্বেই হিন্দোলের সাথে বিয়ে হতে চলেছে অপর্নার। এদিকে আর্য অপর্ণার সম্পর্কের সমীকরনে বাধা হয়ে দাঁড়িয়েছে হিন্দোল।

তবে জানেন কি বাস্তবে হিন্দোল ওরফে মৃত্যুঞ্জয় কাকে মন দিয়েছেন? এমনকি অভিনেতার মনের মানুষের সাথে বিয়ের প্রস্তুতি পর্বও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সম্প্রতি অভিনেতার সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে দেখা যাচ্ছে ‘খনার কাহিনী’ টিম এর পক্ষ থেকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে মৃত্যুঞ্জয় কে। সেখানে টিমের সকলেই অভিনেতার পছন্দের খাবার সাজিয়ে দিয়েছেন। এদিন সকলে মিলে খাইয়ে দিলেন অভিনেতাকে।

সব তো জানা হল, তবে এটা তো জানা হল না আসলে হিন্দোলের মনের মানুষটি ঠিক কে? সম্প্রতি নিজের মনের মানুষের সাথে বেশকিছু ছবি পোস্ট করে ছোটপর্দার হিন্দোল লেখেন, “এটা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এর জীবন… হিন্দোল মিত্র আপাতত অপর্ণা কে নিয়ে ব্যস্ত”

ছবি দেখে বোঝাই যাচ্ছে, অভিনেতার মনের মানুষ অভিনয় জগতের সাথে যুক্ত নন। তবে পোস্ট সামনে আসতেই অভিনেতাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।