স্টার জলসার ‘কম্পাস’ ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছেন নবাগতা অভিনেত্রী পর্ণা চক্রবর্তী। এর আগে মডেলিং জগতের চেনা মুখ ছিলেন পর্ণা। এবার পুজোয় প্রেমিকের সঙ্গে সকলের পরিচয় করালেন পর্ণা ওরফে কম্পাস।
স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস, অনেক দিনই তাঁরা সম্পর্কে রয়েছেন। পর্ণার সেই প্রিয় মানুষটি কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিরই একজন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে ছবি দিয়ে নিজেই জানালেন সকলকে।
অভিনেত্রীর মনের মানুষ হলেন অভিনেতা অরুনাভ দে। এবছর প্রেমিক অরুনাভর সঙ্গেই পুজো কাটাতে দেখা গেল কম্পাসকে। প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন,‘অফিশিয়ালি প্রথম পুজো। আনঅফিশিয়ালি প্রথম পুজোর (গত বছরের) দেখতে হলে সোয়াইপ করুন।’
অভিনেত্রী আরও লেখেন, ‘শুভ নবমী। পুজোয় একটু প্রেম তো পাবেই।’ অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই কমেন্টে কেউ লিখেছেন ‘তোমাদের দুজনকে ভীষণ সুন্দর লাগছে।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘কাঁটা কম্পাস।’
Instagram-এ এই পোস্টটি দেখুন