১২ বছর আগে পুরনো অপরাধের জন্য দুঃখ প্রকাশ করলেন ছোটপর্দার ঊর্মি ওরফে অভিনেত্রী অন্বেষা হাজরা

অভিনেত্রী অন্বেষা হাজরা

কিছুদিন আগেই পর্দা থেকে বিদায় নিয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অন্বেষা হাজরা। ঊর্মি চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। আপাতত তাঁর ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

সদ্য সরস্বতী পুজোর দিন নিজের স্কুলে গিয়েছিলেন অন্বেষা। সেখানে গিয়ে ১২ বছরের আগে পুরনো অপরাধের কথা মনে পড়ে যার জন্য সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করলে ক্ষমা চাইলেন অভিনেত্রী। কি এমন করেছিলেন ছোটপর্দার ঊর্মি?

আসলে স্কুলে পড়ার সময় একটি অন্যায় করেছিলেন যা তিনি আজও ভুলতে পারেননি এবং শিক্ষিকার সামনে গেলে বলতে পারেননি। তাই সেই শিক্ষিকার সঙ্গে ছবি পোস্ট করে অন্বেষা জানায়, “ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই একজন মানুষই ভরসা ছিলেন। “কনিকা দি”। কনিকা দির হাত ধরে হস্টেল থেকে বেড়িয়ে মহুকুমা হাসপাতাল গেলেও মনে হতো পার্কে বেড়াচ্ছি। আসলে আমাদের ওনার বকুনির ভয়ে কম শরীর খারাপ করতো’।

“আজ প্রায় দশ বছর হয়ে গেলো ওনার সেই বিখ্যাত বকুনির – “সব শরীর খারাপ করে পরে থাক, তোদের আর কী… যতো জ্বালা আমার, হাগলেও কনিকা, মুতলেও কনিকা।” নাহ খুব মিস করি আপনাকে। আর সেদিনও প্রায় বারো বছরের পুরনো অপরাধ আপনার কাছে স্বীকার করতে পারিনি… ক্লাস টেনে পড়ার সময় আমি, দাস, রিমা কুন্তলা এবং আরো কয়েক জন মিলে আমরা, আপনার অনুপস্থিতিতে “আম পারার লগা” দিয়ে আপনার ঘর থেকে কাঁচ ঘরের চাবি চুরি করে ছিলাম TV দেখবো বোলে। Sorry”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here