কঙ্গনার ছবিতে এবার বিশেষ চরিত্রে ছোটপর্দার ঋষি কৌশিক

ঋষি কৌশিক

গত ১৭ জানুয়ারি শুক্রবার, মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত অভিনীত, প্রযোজিত এবং পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’। আর এই ছবিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার ঋষি কৌশিক। যদিও ছবিতে তার চরিত্র প্রসঙ্গে এর আগে কিছুই জানাননি অভিনেতা। তবে অবশেষে কঙ্গনার ছবিতে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন ঋষি।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে ভারতে লাগু হওয়া জরুরি অবস্থার উপর ভিত্তি করেই তৈরি এই ছবি। ছবিতে নিজেও ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন কঙ্গনা রানাওয়াত।

সম্প্রতি নিজের ফেসবুকের পাতায় বেশকিছু ছবি পোস্ট করেন ঋষি। আর সেখানেই বঙ্গবন্ধুর চরিত্রের জন্য মেকআপ করতে দেখা যাচ্ছে অভিনেতাকে। এমনকি কঙ্গনার পাশে দাঁড়িয়ে একটি ছবিও ভাগ করেন তিনি।

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ঋষি কৌশিক জানান, ২০২২ সালে কঙ্গনা রানাওয়াতের প্রযোজনা সংস্থার তরফে তার কিছু ছবি চাওয়া হয় আর তারপরেই এই ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের জন্য তাকে বেছে নেওয়া হয়।

ঋষি কৌশিক

ঋষি কৌশিকের কথায়, ‘মেকআপের পর নিজেকে চিনতেই পারছিলাম না। মেকআপ শিল্পীরা ৯০ শতাংশ লুকই মিলিয়ে দিয়েছিলেন।’ ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার প্রতিটা মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভাগ করেনিয়েছেন অভিনেতা। অসাধারণ মেকআপের জন্য চেনাই দায় অভিনেতাকে।