দর্শকের পছন্দের তালিকায় থাকা ধারাবাহিক গুলোর মধ্যে একটি হল ‘রাঙামতি তীরন্দাজ’। আর গল্পে ‘রাঙামতি’ ওরফে মণীষা মণ্ডল এর জনপ্রিয়তা মোটেও কম নয়। তীরন্দাজিতে বাজিমাত করে গ্রামের মেয়ে ‘রাঙামতী’। সম্প্রতি জানা যাচ্ছে, একেবারেই শয্যাশায়ী অভিনেত্রী। আচমকাই কি এমন হল অভিনেত্রীর সাথে?
মুর্শিদাবাদের মেয়ে মণীষা, কাজের সূত্রে কলকাতায় থাকেন। এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় একটা ভাড়া বাড়িতে থাকেন মণীষা। হঠাৎই পায়ে চোট লাগে অভিনেত্রীর। এই প্রসঙ্গে আনন্দবাজারকে বিস্তারিত জানায় মণীষা।
অভিনেত্রীর কথায়, থাকার জন্য অন্য একটি বাড়ির খোঁজে বেরিয়েছিলেন তিনি। বাড়ি ভাড়া খুঁজতেই প্রচুর হাঁটাহাঁটি করতে হয় তাকে। এরপরই রাতে বাড়ি ফিরে দেখেন, পা ফুলে ঢোল। অসহ্য যন্ত্রণার পাশাপাশি পা পেতে হাঁটতেও পারছেন না অভিনেত্রী।
মণীষা জানিয়েছেন, বাঁশদ্রোণীর ভাড়া বাড়িতে একাই থাকেন তিনি। শ্যুটিংয়ের ফাঁকে বাড়ির সব কাজও নিজেকেই করতে হয়। এই প্রসঙ্গে মণীষা বলেন, ‘পায়ে ব্যথা নিয়েই সকালে উঠে রান্না করতে হচ্ছে। তবে এদিন সারাটা দিন বাড়িতেই ছিলেন, বের হননি। ছোট পর্দায় চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছেন আর একা একাই উত্তেজনায় মজেছেন। তবে সোমবার থেকে শ্যুটিংয়ে তো যেতেই হবে, আবার তিরন্দাজি দেখাতে হবে তখন? অভিনেত্রীর বক্তব্য, ‘দেখা যাক, সোমবার কতটা সুস্থ থাকি।’পা ঠিক না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও ভাবছেন মণীষা।
টেলিভিশনের কাজের অভিজ্ঞতা এই প্রথম, আর শুরুতেই নায়িকার ভূমিকায় ‘রাঙামতি’ চরিত্রে দর্শকের মন জয় করেছেন মণীষা। এরআগে মডেলিংও করেছেন অভিনেত্রী।