
১২ জুন,বৃহস্পতিবার ছিল সকলের প্রিয় আঁখি ওরফে অভিনেত্রী তিতিক্ষা দাসের শুভ জন্মদিন। ২২ বছরে পা দিলেন অভিনেত্রী। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। সদ্যই ‘দুই শালিখ’-এর আঁখি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তিতিক্ষা কে।
এদিন নিজের এই বিশেষ দিনটি প্রিয়জনদের সঙ্গে উদযাপন করলেন অভিনেত্রী। শুক্রবার সমাজ মাধ্যমের পাতায় জন্মদিনের নানা ছবি পোস্ট করে নিজেই জানালেন তিতিক্ষা।
জন্মদিনের কেকেও ছিল অভিনবত্বের ছোঁয়া। পাঁচশো টাকার নোট দেওয়া কেক ছিল। এছাড়াও পাশে ছিল তিতিক্ষার পছন্দের একটি চকোলেট কেক।
এদিন জন্মদিনের দুপুরে বিশেষ পদে পাত সেজে উঠেছিল নায়িকার। সাদা ভাত সাথে পাঁচ রকম ভাজা থেকে শুরু করে ডাল, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি, চিকেন কষা, পায়েস-মিষ্টি, স্যালাড, নানা রকমের চিপস, আইসক্রিম ও কোল্ড ড্রিংস সবটাই ছিল সাজানো।
ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘অনেক ভালোবাসা, খাবার আর কেক। ২২ বছর বয়সে পা দিলাম। যাঁরা আমার সৌভাগ্য এবং সুখ কামনা করেছেন আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। তাদের সকলের প্রতি আমার ভালোবাসা রইল। পুনশ্চ: এই বছর জন্মদিনটা অন্যরকম ভাবে কাটিয়েছি, কোনও পার্টি ছাড়াই, সবই করেছি, শুধু বাড়ি, পরিবার আর বন্ধু-বান্ধবদের সঙ্গে।’
Instagram-এ এই পোস্টটি দেখুন