‘ছোটবেলায় হারিয়েছে বাবা-মাকে, বিপদে পাশে পাননি আপনজনদের’, স্ট্রাগল করেই বড় হয়েছেন ছোটপর্দার পর্ণা ওরফে পল্লবী শর্মা

অভিনেত্রী পল্লবী শর্মা

এক সময় স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা। আজ দর্শকের ঘরে ঘরে সে জবা নামেই বেশি পরিচিত। বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন, যাকে এই মুহূর্তে আপনারা ছোটপর্দায় ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে পর্ণা চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন।

পর্দায় তাকে যেভাবে লড়াই করতে দেখা যায়, তার বাস্তব জীবনেও রয়েছে তেমনই কিছু স্ট্রাগল। খুব ছোট বয়সেই হারিয়েছেন মা-বাবাকে। বড় হয়েছেন পিসির কাছে। যদিও কিছু বছর আগেই তিনি পিসিকেও হারিয়েছেন। ক্লাস থ্রিতে পড়াকালীন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রয়াত হন তার মা। এরপরই মাধ্যমিক পরীক্ষার সময় তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষার আগের দিন হঠাৎই হার্ট অ্যাটাকে তার বাবার মৃত্যু ঘটে। হবিষ্যি খেয়েই পরীক্ষা দিতে যেতে হয়েছিল অভিনেত্রীকে।

জীবনের চড়াই-উতরাই এ আপন মানুষদের পাশে পায়নি অভিনেত্রী। আপন হারা হয়েও আজ পল্লবী বাংলা টেলিভিশনের অন্যতম নায়িকা। পরিবারকে আঁকরে ধরেই বাঁচতে চেয়েছিলেন পল্লবী তাই এমন কাউকে বিয়ে করতে চান অভিনেত্রী যেখানে তিনি আবারও পরিবারের ভালোবাসা ফিরে পাবেন।