বর্তমানে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণা চরিত্রে দারুণ জনপ্রিয়তা পাচ্ছেন তিনি। তার অভিনীত ধারাবাহিক এখন বাংলার সেরা ধারাবাহিক। বিগত কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিক TRP-তে সকলকে হারিয়ে প্রথম স্থান দখল করে রয়েছে।
তবে এই প্রথম নয়, এর আগে স্টার জলসায় ‘কে আপন কে পর’ ধারাবাহিকে জবা চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিল পল্লবী। পল্লবীর অভিনয় দর্শকের ভীষণ প্রিয়। তবে আজ একজন সফল অভিনেত্রী হলেও তার জীবনে অনেক ঝড়-ঝাপটা গেছে শৈশব থেকে। ছোটবেলা বাবা-মাকে হারিয়ে নিজের প্রতিষ্ঠিত হওয়ার লড়াই একাই লড়েছেন অভিনেত্রী। তাই তার মতে যারা ছোট থেকে একা চলতে শিখে যায় তাদের হারানোর কিছু ভয় থাকে না।
তবে একজন সফল অভিনেত্রী হলেও নিজের জীবন ভীষণই সাধারণভাবেই কাটাতে পছন্দ করেন। তার মধ্যে নতুন প্রজন্মের কোনও ছাপ নেই। বর্তমান প্রজন্মে আধুনিকতা নিয়ে নববর্ষের দিন আনন্দ বাজার অনলাইনের কাছে মুখ খুললেন অভিনেত্রী।
আনন্দ বাজার অনলাইনকে ছোটপর্দার পর্ণা জানান, ‘পয়লা বৈশাখে বর্তমান সময়ের কোনও মিল নেই আমার জীবনে। বর্তমান সময়ে আমরা এক দিকে বৈশাখ উদ্যাপনের কথা বলছি, একই সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পাচ্ছি। আমরা ভাবি, ইংরেজিতে কথা বললেই ভীষণ স্মার্ট লাগবে। বাংলায় কথা বলছে মানে সে ‘অশিক্ষিত’। আসলে এটা এই প্রজন্মের ভুল ধারণা। আমরা বাঙালি হয়ে নিজের ভাষাকে নিয়ে গর্ববোধ যদি না করি, তা হলে তো মুশকিল! শাড়ি পরব, কিন্তু তাতে থাকবে পাশ্চাত্যের ছোঁয়া! হয়তো ‘হট ড্রেস’ পরলেই ‘আধুনিকা’ লাগবে, এই ধারণাটা ভাঙতে হবে।”