বেনারসি, কপালে চন্দন! বিয়ে করে ফেললেন ছোটপর্দার মিশকা ওরফে অহনা দত্ত?

অহনা দত্ত

ছোটপর্দার একজন জনপ্রিয় খলনায়িকার হল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মিশকা। যাকে পর্দায় দেখলেই দর্শকের মারতে ইচ্ছা করে। ‘মিশকা’র হাত ধরেই খলচরিত্রে সার্থকতা পেয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। তবে ধারাবাহিকে তার পার্ট শেষ। কিন্তু আজও মিশকা হিসাবেই তাকে চেনেন সিরিয়াল প্রেমীরা।

অহনা এর আগে কোনও ধারাবাহিকে অভিনয় করেননি। নাচের রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকেই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সুযোগ। বলতেই হয় নিজের প্রথম অভিনয়েই ছক্কা মেরেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রীর একটি লুক দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা। অনেকে ভেবেছেন মিশকা থুড়ি অহনা কি বিয়ে করে নিল?

অভিনেত্রীর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে অহনা পরনে বেনারসি শাড়ি, কপালে চন্দন, হাতে পান পাতা নিয়ে পোজ দিচ্ছেন। প্রথম দেখাতে অনেকেই ভেবেছেন বিয়ে করতে চলেছেন। পরে অভিনেত্রীর ক্যাপশন পরে বোঝা যায় সেটা ফটোশুটের কাজ।
তবে অভিনেত্রীর সাজে অপূর্ব লাগছে মিশকা-কে। এক কথায় চেনাই যাচ্ছে না তাঁকে। তার এই লুকের প্রশংসা জানিয়েছেন নেটিজেনরা।