
মহালয়া মানেই পুজো শুরু। তবে সময়ের সঙ্গে সঙ্গে টিভির পর্দায় মহালয়ার ভঙ্গি পাল্টেছে। এর আগে টিভির পর্দায় দুর্গা সাজে দেখতে পাওয়া গিয়েছে, ছোট পর্দার একাধিক অভিনেত্রীকেও। তবে এবার দুর্গার রূপে নাকি দেখা যাবে ছোট পর্দার অন্যতম বিখ্যাত অভিনেত্রী সুদীপ্তা রায়কে।
তবে কোন চ্যানেলে দেখা যাবে এই মহালয়া? না, কোনও চ্যানেল নয়। সমাজমাধ্যমের পাতায় দেবী রূপে আসতে চলেছেন সুদীপ্তা। ইতিমধ্যেই শ্যুটিংয়ের কাজও এগিয়েছে। সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সুদীপ্তার নতুন লুক, যা দেখে রীতিমতো মুগ্ধ দর্শকরা।
সুদীপ্তাকে শেষবারের মত দেখা গিয়েছিল কালার্স বাংলায় ‘ফেরারি মন’ ধারাবাহিকে। তবে সব থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন জি বাংলার ‘চোখের বালি’ ধারাবাহিকে আশালতা চরিত্রে অভিনয় করে।
সম্প্রতি আজকাল ডট ইন কে সুদীপ্তা জানান, ‘ছোটবেলায় যখন টিভির পর্দায় পছন্দের অভিনেত্রীদের দেবী রূপে দেখতাম তখন ভীষণ ভালো লাগত। সকলের কিছু না কিছু স্বপ্ন থাকে, এবার সেই স্বপ্ন পূরণ করার পালা। মহালয়া এর আগে অভিনয় করেছি, তবে এবার প্রথম দুর্গা সাজে।’