অভিনয় জগতে আসতে গেলে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। বিশেষ করে নায়িকা হতে গেলে তার শারীরিক গঠন নিয়ে অনেক কিছু শুনতে হয়। অনেকে নায়িকা হতে গিয়ে সার্জারি করিয়ে ফেলেন। অভিনয় জগতের অনেকের মতে অস্ত্রোপচার না করালে নাকি নায়িকা হওয়া যায় না। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়।
শুধু ছোটপর্দায় নয়, তিনি বড়পর্দায়ও ভীষণ জনপ্রিয়। সম্প্রতি ‘স্টেট আপ উইথ শ্রী’ পডকাস্টে ইন্ডাস্ট্রির তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ছোটপর্দার খড়ি। এই পডকাস্টে অভিনেত্রী জানান, ‘আমি কারুর নাম নেব না কিন্তু আমাকে এমন অনেক মন্তব্য শুনতে হয়েছে যে আমার মুখ টিভির তুলনায় সিনেমার দেখতে বেশি খারাপ লাগে। আসলে আমার মুখে তো কোনও ইনজেকশন দেওয়া হয়নি কখনও।’
শোলাঙ্কি আরও জানান, ‘আমি মাঝখানে পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারণ দেখা হলেই ওখানে অনেকে জিজ্ঞাসা করতেন আমি এত কেন রোগা হয়ে গিয়েছি। আমি তো সারা জীবনই রোগা ছিলাম। ফলে আমাকে দেখে অবাক হওয়ার মতো তো কিছু হয়নি। একবার এক অনুষ্ঠানে এক পরিচালক আমাকে বলেছিলেন ব্রেস্ট সার্জারি করানোর জন্য। কারণ তাঁর কথায়, ‘নায়িকা হতে গেলে একটু খাঁজ থাকা দরকার’। এই ভাষায় তিনি বলেছিলেন। এটা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কিন্তু প্রভাবিত হয়নি। তবে আমি যেহেতু যথেষ্ট ম্যাচিওর ছিলাম, তাই আমি সেই কথাটা পাশ কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছিলাম।”
“কিন্তু যে মেয়েটি নতুন এসেছে, যার অল্প বয়স, এখনও এত ম্যাচিওরিটি আসেনি তাঁর উপর তো এটার প্রভাব পড়বেই। এমনি সারাক্ষণ স্যোশাল মিডিয়া জুড়ে বলা হয় এটা করো, ওটা করো। তারপর যদি সামনে থেকে এসে এটা কেউ বলে, তাহলে সেটা কিছুটা হলেও প্রভাব ফেলে, খুব যন্ত্রণাদায়ক হয়। এটা অনেকদিন আমাদের মাথায় থেকে যায়। আর মেয়েদের এটা বেশি শুনতে হয়। আমি যখন এটা শুনে ছিলাম আমার স্বাভাবিক ভাবেই খুব খারাপ লেগেছিল। তবে সেই মুহূর্তে আমি ওঁকে বলেছিলাম, ‘সেটা আমি বুঝে নেব’। কিন্তু ভিতরে ভিতরে তো নিশ্চয়ই প্রভাব ফেলেছিল, না হলে এখনও এটা নিয়ে কথা বলতাম না।”
সুত্রঃ https://bangla . hindustantimes.com/entertainment/a-director-suggest-solanki-roy-to-undergo-breast-surgery-31753886122180.html