ছোটপর্দার দর্শকরা তাকে ‘ঘটক দিদি’নামেই চেনেন। তিনি হলেন অভিনেত্রী ঋতু পাইন। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ইরার চরিত্রে দর্শক তাকে প্রথম বার দেখে। তারপরেই পর্দায় নায়িকা হয়ে ফেরেন ‘মালা বদল’ ধারাবাহিকে। অল্প কয়েকদিনের মধ্যে ধারাবাহিক বন্ধ হয়ে গেলেও দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন ঘটক দিদি। এবার অভিনেত্রীর অনুরাগীদের জন্য সুখবর।
মালা বদল শেষ হওয়ার দু’মাসের মাথাতেই ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রাখলেন ঋতু। জানা যাচ্ছে এস এস এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘লটারি জিন্দাবাদ’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে ঋতুকে। পরিচালক জিৎ দত্ত’র এই ছবিতে দেখা মিলবে ছোট পর্দার আরও এক নায়কের। তিনি হলেন সায়ন মুখোপাধ্যায়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, দেবলীনা দত্তকে।
ছবি প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে ঋতু জানান, ‘এটা একটা অন্য ধরনের থ্রিলার। যেখানে হাসিও আছে আবার আছে টানটান উত্তেজনাও। খুব উত্তেজিত আমি। এমন একটা ইউনিট পেয়েছি। সবাই আমায় সাহায্য করছেন।’ সিকিম শহরে এই ছবির শুটিং হয়েছে এমনটাই জানিয়েছেন ঋতু।