রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিতে অভিনয়ের ডাক পেয়েছিলেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী

প্রিয়াঙ্কা ভাট্টাচার্য

নিতেশ তিওয়ারি ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই ইতিমধ্যেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে দর্শকমহলে। ছবিতে রয়েছেন রণবীর কাপুর, যশ, সাঁই পল্লবী এবং সানি দেওল সহ আরও অনেক তারকা।

তবে জানেন কি? রামায়ন ছবিতে লক্ষ্মণের স্ত্রী ঊর্মিলার চরিত্রে অভিনয়ের জন্য অফার পেয়েছিলেন একজন  বাঙালি অভিনেত্রী। তিনি হলেন প্রিয়াঙ্কা ভাট্টাচার্য। সম্প্রতি ইটিভি ভারত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা ভাট্টাচার্য বলেন,

প্রিয়াঙ্কা ভাট্টাচার্য

‘এই ছবির ব্যাপারে অনেকদিন আগে থেকেই আমি জানি। কারণ আমাকে এই ছবিতে ঊর্মিলার চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। মুকেশ ছাবড়া কাস্টিং করছিলেন। কিন্তু তখন আমি সিঙ্গাপুরে অন্য একটা কাজে ছিলাম। বড় মিস হয়ে গেল আমার জীবনের। এই ছবিটার অংশ হতে পারলে ভালো হত। বাংলায় এই কাহিনি আসার প্রধান অন্তরায় বাজেট।’