বর্তমান প্রজন্মের মেয়ে হয়েও শুটিং ফ্লোরে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ছোটপর্দার ফুলকি, মুগ্ধ নেটিজেন

দিব্যাণী মন্ডল
বিনোদনxp

জি-বাংলার সিরিয়াল গুলির মধ্যে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ফুলকি ধারাবাহিক। সেইসাথে অভিনেত্রী দিব্যাণী মন্ডলের অভিনয়ও মন ছুঁয়েছে দর্শকের। ছোটপর্দায় এটাই তার প্রথম কাজ। আর প্রথম ধারাবাহিকেই বাজিমাত করেছেন দিব্যাণী।

তবে এবার মুর্শিদাবাদের মেয়ে দিব্যাণীর অভিনয় ছাড়াও অভিনেত্রীর সহবত শিক্ষা ও ব্যবহার মন জয় করে নিয়েছে সকলের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। আর সেই ভিডিও দেখা মাত্রই ফুলকির তারিফ দর্শকের মুখে মুখে।

বর্তমান সময়ের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বড়দের সন্মান করা তো দুরের কথা তাদের ব্যবহারও বেশ দৃষ্টিকটূ। সেখানে দাঁড়িয়ে আজকের জেনারেশনের মেয়ে হয়েও দিব্যাণীর সহবত গুন মুগ্ধ করেছে সকলকে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ধারাবাহিকের ফ্লোরে গুরুর হাতে উপহার দিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন দিব্যাণী। সেই ভিডিওর কমেন্ট বক্সে ফুলকির জন্য প্রশংসাও জানিয়েছেন নেটিজেনরা।

সুত্রঃ https :// binodonxp. com /

Previous article‘আমি মা হতে পারিনি…’ আক্ষেপ অভিনেত্রী মালবিকা সেনের
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।