বাংলা সিরিয়ালের দৌলতে অভিনেত্রী পল্লবী শর্মাকে এক নামেই সকলে চেনেন। তিনি আজও বাংলা ধারাবাহিকের দর্শকের কাছে পর্ণা হিসাবেই পরচিত। নিজের অভিনয় দিয়েই দর্শকের মন জিতেছেন এবং হয়ে উঠেছেন দর্শকের ঘরের মেয়ে।
খুব শীঘ্রই আবার নতুন ধারাবাহিক নিয়ে ছোটপর্দায় ফিরছেন পল্লবী। তবে তার আগেই বিপদের মুখে পরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে নেটিজেনদের সতর্কবার্তা দিলেন। কি হয়েছে অভিনেত্রীর সাথে?
আসলে প্রতারণার শিকার হলেন নিম ফুলের নায়িকা। ভিডিও করে জানালেন সেই ঘটনা। ভিডিওতে পল্লবী হাত জোড় করে সকলকে জানান, তার নামে একটি ফেস একাউন্টে চালানো হচ্ছে ফেসবুকে। বাংলাদেশের কোন এক ভক্ত সেই একাউন্ট চালাচ্ছেন। পল্লবী সেজে তার ভক্তদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে , ভক্তদের মেসেজ করে তাদের সঙ্গে দেখা করার কথা বলছে।
তাই ভিডিওতে অভিনেত্রী সকলকে সতর্ক করে জানান, ‘ফেসবুকে আমার কোন অ্যাকাউন্ট নেই। আমার ইনস্টাগ্রামে একটি মাত্রই অ্যাকাউন্ট যেখানে আমি দা পল্লবী শর্মা নামে রয়েছি। এখনো পর্যন্ত আমার সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে এই একটিমাত্র একাউন্ট রয়েছে। ফেসবুকে আমার কোনদিনই কোনো অ্যাকাউন্ট ছিল না। তাই দয়া করে যারা আমি ভেবে ফেসবুকের অ্যাকাউন্টে কথা বলছেন সেখান থেকে সতর্ক থাকুন। আর ফেসবুকের ওই প্রোফাইলে এতটাই ফলোয়ার্স সংখ্যা বেড়ে গিয়েছে যে এখন আমি পুলিশের কাছে গিয়েও সাহায্য পাচ্ছি না। তাই যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা প্রত্যেকে ওই ফেসবুকের অ্যাকাউন্টটিতে রিপোর্ট করুন।”
‘ফেসবুকে আমার কোন অ্যাকাউন্ট নেই। আমার ইনস্টাগ্রামে একটি মাত্রই অ্যাকাউন্ট যেখানে আমি দা পল্লবী শর্মা নামে রয়েছি। এখনো পর্যন্ত আমার সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে এই একটিমাত্র একাউন্ট রয়েছে। ফেসবুকে আমার কোনদিনই কোনো অ্যাকাউন্ট ছিল না। তাই দয়া করে যারা আমি ভেবে ফেসবুকের অ্যাকাউন্টে কথা বলছেন সেখান থেকে সতর্ক থাকুন। আর ফেসবুকের ওই প্রোফাইলে এতটাই ফলোয়ার্স সংখ্যা বেড়ে গিয়েছে যে এখন আমি পুলিশের কাছে গিয়েও সাহায্য পাচ্ছি না। তাই যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা প্রত্যেকে ওই ফেসবুকের অ্যাকাউন্টটিতে রিপোর্ট করুন।
View this post on Instagram