শুভ জন্মদিন সায়ক চক্রবর্তী! আজ শনিবার ২৭ সেপ্টেম্বর, সায়কের জন্মদিন। ৩১ -এ পা রাখলেন অভিনেতা। জন্মদিনে সকাল সকাল ইন্ডাস্ট্রির সহ-কর্মী থেকে শুরু করে বন্ধুবান্ধব সকলেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে।
সকাল হতেই সায়কের ফেসবুক অ্যাকাউন্ট জুড়ে শুধুই জন্মদিনের স্পেশাল মুহুর্ত। সায়কের পোস্টে দেখা মিলল অনন্যা-সুকান্ত-প্রেরণার। সকলে মিলে সায়কের জন্মদিন সেলিব্রেট করতে ব্যস্ত। সকলের সাথে কেক কাটতেও দেখা গেল সায়ককে। অন্যদিকে জন্মদিনের সকালে সায়ককে পাত পেরে রেধে খাওয়ালো অভিনেতার বাড়ির পরিচারিকা খুকু।
জন্মদিনের ভিন্নরকম কেক হাতে ছবিও উঠে আসল সায়কের পোস্টে। এরপরও যে সায়কের জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন বাকি আছে তা আর বলার অপেক্ষা রাখে না।
অভিনেতা হিসাবে কেরিয়ার শুরু করলেও এখন তিনি ভ্লগার হিসাবেই বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। নিজের ডেইলি ভ্লগ থেকে শুরু করে নানান ছোট ছোট মুহূর্ত ভাগ করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। মাঝে বেশ কিছু বছর টেলিভিশন থেকে দূরে থাকলেও বর্তমানে চুটিয়ে ছোটপর্দায় কাজ করছেন সকলের প্রিয় সায়ক। বর্তমানে চিরসখা, রানি ভবানীর পর সায়ককে দেখা যাচ্ছে তুই আমার হিরো সিরিয়ালে।