আজ ২৮ শে আগস্ট অর্থাৎ অভিনেতা জিতু কমলের জন্মদিন। ৩৬-এ পা দিলেন ছোটপর্দার আর্য সিংহ রায়। বর্তমানে তার অভিনীত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এখন তুমুল জনপ্রিয়। মাঝরাত থেকে সোশ্যাল মিডিয়ায় বইছে শুভেচ্ছার বন্যা।
মধ্যেরাতে নিজের টিমের সাথে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন জিতু। জন্মদিনটি নিজের পরিবার এবং বাবা-মায়ের সাথেই কাটাতে পছন্দ করেন । মায়ের হাতের পায়েস তার সবচেয়ে প্রিয়।
জন্মদিনের এই দিনটি তার কাছে ভীষণ আনন্দের। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, “আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি তাই জন্মদিনটা ‘চিরদিনই তুমি যে আমার’ সেটেই উদযাপন করতে চেয়েছি। কোনদিনই বাড়িতে কেক কাটা হয় না। মায়ের হাতের পায়েস এদিন সবচেয়ে প্রিয়। পায়েস ছাড়াও ইলিশ মাছ আরও কিছু রেঁধেছে মা। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অনুরাগীরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আর এটাই আমার সবচেয়ে বড় উপহার।”
প্রসঙ্গত, জন্মদিনে বিশেষ পাওয়া আরও একটি নতুন প্রোজেক্টে বড়পর্দায় কাজ করতে চলেছেন জিতু। ছবির শুটিং শুরু হবে অক্টোবর থেকে।