শৈশব কেটেছে চরম অভাবে! এবার জীবনে বড় সিদ্ধান্ত নিলেন ছোটপর্দার অনিকেত ওরফে রণজয় বিষ্ণু

রণজয় বিষ্ণু

স্টার জলসার‘গুড্ডি’ ধারাবাহিকে অনুজ চরিত্রে অভিনয় বদলে দিয়েছিল তার কেরিয়ার গ্রাফ। বর্তমানে যদিও ‘কোন গোপনে মন ভেসেছে’তে অনিকেত হিসাবেই তাকে দর্শক চেনেন। কথা হচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণু কে নিয়ে।

ক্যামেরার পিছনে রণজয় একদমই আলাদা একজন মানুষ। অভিনেতার এই পরিণত ব্যক্তিত্বের পিছনে রয়েছে তার শৈশবের অভিজ্ঞতা। অতীতে একাধিক সাক্ষাৎকারে রণজয় জানিয়েছিলেন, ছোটবেলা কেটেছে অভাব-অনটনের মধ্যে দিয়ে, জন্মদিনে কেক কাটা তো দূরের কথা, বছরে এক-দু’বার মাংস খাওয়া ছিল তাদের পরিবারের বিলাসিতা। ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা গুলো থেকেই বড় কিছু করে দেখানর স্বপ্ন দেখেন রণজয়।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে রণজয় জানিয়েছেন একজন অভিনেতা হওয়ার পাশাপাশি সমাজের মানুষদের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তিনি। সেই কারনেই নিয়েছেন বড় সিদ্ধান্ত। কি সেই সিদ্ধান্ত?

রণজয়ের কথায়, ‘আমার ইচ্ছা আছে ভবিষ্যতে সমাজে দুস্থদের জন্য একটা বৃদ্ধাশ্রম করব। তারসঙ্গে যেসব নতুন প্রজন্ম আর্থিক সংকটের মধ্যে দিয়ে বড় হচ্ছে বা বিপথে চলে গেছে, তাদের জন্য আলাদা করে একটা এডুকেশন সিস্টেম তৈরি করা। আমি লক্ষ্য করেছি এদের কাছে পড়াশোনার থেকে খাবারের মূল্য অনেক বেশি। আসলে পেটের খিদে বড় খিদে, তারপর পুঁথিগত যোগ্যতা।’

শুধু একজন অভিনেতা হিসাবে নয়, একজন সমাজসচেতন মানুষ হিসাবে ভবিষ্যত প্রজন্মকে আলোর দিশা দেখাতে চান রণজয়।