বড় চমক! ‘চিরসখা’ ধারাবাহিকে ভিলেন হয়ে এন্ট্রি নিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা

অম্বরীশ ভট্টাচার্য

এই মুহূর্তে স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকের প্রতিটা পর্ব জমে উঠেছে। ধারাবাহিকের গল্প অনুযায়ী, কমলিনী চন্দ্রর থেকে মুক্তি পাওয়ার জন্য ডিভোর্সের মামলা করেছে। বহু অপেক্ষার পর এবার মেগায় সেই ডিভোর্সের মামলা নিয়ে কোর্ট রুম ড্রামা শুরু হতে চলেছে। প্রকাশ্যে মেগার নতুন প্রোমো।

প্রোমোয় দেখা যায় ডিভোর্সের মামলা চলাকালীন কাঠগড়ায় দাঁড়িয়ে কমলিনী আর চন্দ্র। আর সেখানেই উকিল তথা কুর্চির স্বামীর ভূমিকায় নজর কাড়লেন অম্বরীশ ভট্টাচার্য। গল্পে নেতিবাচক চরিত্রে নজর কাড়লেন অভিনেতা।

প্রোমোর শুরুতেই অম্বরীশ কে বলতে শোনা যায়, ‘এই মহিলা এতদিন পরকীয়া চালিয়ে গিয়েছে, তাই আজ স্বামীকে ডিভোর্স দিতে চাইছে।’ এরপরই কমলিনী বলে, ‘কিন্তু যিনি আমার বিপক্ষে, তিনি আমার ননদের স্বামী, সে কথাটা কি তিনি জানিয়েছেন?’

অম্বরীশ ভট্টাচার্য

ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন দর্শকরা। এর আগে অম্বরীশ ও পর্দার কুর্চি রাজন্যাকে জুটিতে দেখা গিয়েছিল ‘রোশনাই’ ধারাবাহিকে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই অভিনেতাকে ইতিবাচক চরিত্রেই দেখে এসেছেন দর্শকরা।