দক্ষ অভিনেতা! মহিলার লুকে নওয়াজকে দেখে অবাক গোটা বলিউড

অভিনেতা নওয়াজ উদ্দীন সিদ্দিকী

বলিউডের অভিনেতা নওয়াজ উদ্দীন সিদ্দিকী’কে চেনেন না এমন মানুষ বিরল। তাঁর প্রতিভার জন্য তিনি ইন্ডাস্ট্রিতে পরিচিত। এমনকি সাউথেই অভিনেতা-অভিনেত্রীদেরও তাঁর সঙ্গে ছবি করার স্বপ্ন। তাঁর অভিনয় দক্ষতার তুলনা বলার অপেক্ষা রাখে না।

তবে আচমকা তাঁর একটি লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁকে তো চিনতেই পারছেন না দর্শক। একি হাল অভিনেতা? হঠাৎ মেয়ে সেজেছেন তিনি। মহিলা লুকে তাঁকে দেখে হতবাক গোটা বলিউড।

লম্বা চুল-কানের, গাউন পড়ে নতুন লুকে ধরা দিলেন অভিনেতা নওয়াজ উদ্দীন সিদ্দিকী। এটি নাকি তাঁর পরের ছবির লুক। যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন সকলে। নতুন রিভেঞ্জ-ড্রামা ‘হাড্ডি’তে দেখা যাবে অভিনেতাকে। আর এই ছবিতেই দর্শক তাঁকে এই লুকে দেখতে পাবেন।

YouTube video player

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here