অনেক ঝরঝাপটা সামলে অবশেষে বিয়ের পিঁড়িতে আর্য-অপর্ণা। অনস্ক্রিন সাতপাকে বাঁধা পড়তে চলেছে জিতু- শিরিন জুটি। এদিনটার জন্যই এতদিন অধীর আগ্রহে ছিলেন দর্শক। এবার শুধু চার হাত এক হওয়ার পালা।
ইতিমধ্যেই বর-কনে কে নিয়ে চলছে বিয়ের নানা নিয়মকানুন। চিরদিনই তুমি যে আমারের সেটে এখন বাজছে বিয়ের সানাই। চারিদিকে হই হই ব্যাপার। গোটা স্টুডিও বদলে গিয়েছে বিয়েবাড়িতে। বিয়ের এমন আয়োজন দেখে বিস্মিত নায়ক জিতু কমল।
বাস্তবে নিজের বিয়েতেও নাকি এমন আয়োজন হয়নি তার। সম্প্রতি বক্স অফিস বাংলাকে দেওয়া সাক্ষাতকারে জিতু বলেন, ‘এত জাঁকজমক করে বিয়ে করার অভিজ্ঞতা এর আগে পর্দায় দেখিনি।’ পর্দার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য নিজের বিয়ের স্মৃতির কথাও বলেন জিতু।
জিতুর কথায়, ‘যে ভাবে আর্য-অপর্ণার বিয়ে হচ্ছে, তা দেখে সত্যিই চোখ কপালে তোলার মতো। প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা সেট তৈরি হচ্ছে। এমন অভিজ্ঞতা পর্দায় কখনও হয়নি। বাস্তবে আমার বিয়েতেও এমন আয়োজন হয়নি।’
জিতু আরও বলেন, মেহেন্দি, আইবুড়োভাত, হলদি, বিয়ের আসরের জন্য আলাদা আলাদা সেট তৈরি হয়েছে। ফুল, রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে প্রতিটি সেট। বাস্তবের বিয়েবাড়িতে ঠিক যে ভাবে আয়োজন করা হয়, ধারাবাহিকের সেটেও তাঁর কিছুই বাদ যায়নি।

