সামনে দিদি ঐশ্বর্যর বিয়ে, নেই ঐন্দ্রিলা! “সবসময় বলত দিদির বিয়ে…”, আক্ষেপ প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মায়ের       

 ঐন্দ্রিলা শর্মা

২০২২ সালের ২০ নভেম্বর, এই দিনেই সকলকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ক্যান্সারের মতো কঠিন রোগ কেড়েছিল অভিনেত্রীর প্রান। তার মৃত্যু মেনে নেওয়া কঠিন ছিল পরিবার থেকে অনুরাগী সকলের কাছে। বহু ঝড় সামলে জীবনের চেনা ছন্দে ফেরার চেষ্টা করেছে তার কাছের মানুষেরা। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য শর্মা।

সবাই আছে, শুধু নেই তাদের আদরের মিষ্টি। মন খারাপ অভিনেত্রীর মা শিখা দেবীর। বিয়ের আনন্দ থাকলেও প্রতিটা মুহূর্তে বোনকে মিস করছেন ঐশ্বর্যও। ৩ ফেব্রুয়ারি এনগেজমেন্ট দিদি ঐশ্বর্যর। মাঙ্গলিক অনুষ্ঠান ২০২৬ সালের শেষে বা ২০২৭-এর শুরুতেই।

ঐশ্বর্য শর্মা নিজে পেশায় একজন দক্ষ সার্জেন। তাঁর হবু স্বামী দিব্যজিৎ দত্ত-ও চিকিৎসা জগতের মানুষ। দিব্যজিৎ নিজেও একজন সার্জেন। দীর্ঘদিনের সম্পর্ককে এবার সামাজিক স্বীকৃতি দিতে চলেছেন এই চিকিৎসক জুটি।

বড় মেয়ের বিয়ে, আনন্দের মাঝেও প্রতি মুহূর্তে ঐন্দ্রিলাকে মিস করছেন মা। প্রয়াত ঐন্দ্রিলার মা বললেন, ‘মিষ্টির বিয়ে নিয়ে তো অনেক স্বপ্ন ছিল। এখন মিতুলের বিয়ে দিয়েই সেই ইচ্ছে পূরণ করছি। কিছুই তো আর করার নেই আমার। কত স্বপ্ন দেখেছিলাম। সব দায়িত্বই তো ও নিত। আমি যে ওকে কী মিস করছি। সবসময় বলত, দিদির বিয়ের সব দায়িত্ব আমার। তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না। এখন কে সামলাচ্ছে এ সব।’

ঐন্দ্রিলার মায়ের কথায়, ‘মিতুল খালি বলছে এটা তো বোনের করার কথা ছিল মা। মিষ্টি থাকলে এটা এরকম হতো। আমরা তো ও নির্ভর ছিলাম। মিষ্টি ছিল আমাদের বাড়ির ডিসিশন মেকার। সব সিদ্ধান্ত যেমন নিত, দায়িত্ব নিয়ে পালনও করত। এখন সব আছে, শুধু আমার মিষ্টি নেই।’

ঐন্দ্রিলা শর্মা