গায়ক জুবিন গর্গের অপ্রত্যাশিত মৃত্যু ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি। স্বামীর অকাল প্রয়াণ যেন কিছুতেই মেনে নিতে পারছেন না স্ত্রী গরিমা শঈকীয়া। তারকাপত্নী হয়েও এতদিন আড়ালে থেকেছেন। কিন্তু স্বামীর মৃত্যু রহস্যের মাঝে গরিমা যত বারই সংবাদমাধ্যমের সামনে এসেছেন, তাকে সিঁদুরপরা অবস্থাতেই দেখা গিয়েছে। আর তাই নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়েছে।
জুবিনের মৃত্যুর ২০ দিন কেটে যাওয়ার পরেও কেন সিঁদুর পরছেন গরিমা? এই বিষয়ে নেটিজেনদের কটাক্ষের পালটা জবাব দিলেন গরিমা। কটাক্ষকারীদের উদ্দেশ্যে গরিমা বলেন, “আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, এই সিঁদুর সারাজীবন পরে থাকব। যত দিন না পর্যন্ত ফের আমার আর জ়ুবিনের দেখা হচ্ছে, আমি সিঁদুর পরব।”
পেশায় পোশাকশিল্পী, অসমের গোলাঘাটের মেয়ে গরিমা। শোনা যায়, মুম্বইয়ে পড়াশোনা করাকালীন জুবিনের ‘অনামিকা’ ও ‘মায়া’ অ্যালবাম শুনে মুগ্ধ হয়েছিলেন গরিমা। সেইসময় অনুরাগী হিসাবেই জুবিনকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। জানা যায়, সব ফ্যানদের চিঠির জবাব দিতেন না জ়ুবিন। ভাগ্যক্রমে গরিমার চিঠির উত্তর দিয়েছিলেন জুবিন। সেখান থেকেই প্রেম তারপর বহু ঝড়-ঝাপটা পেরিয়ে ২০০২ সালে বিয়ে করেন তারা।