‘সুপার সিঙ্গার’ থেকে প্লে-ব্যাক করার স্বপ্নপূরণ গায়িকা শুচিস্মিতার

শুচিস্মিতা চক্রবর্তী

ইতিমধ্যেই ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবিতে ‘হরি মন মজায়ে লুকালে কোথায়…’ গানটি মন ছুঁয়েছে দর্শকের। তবে গানটি শোনার পাশাপাশি অনেকের মনেই প্রশ্ন জেগেছে কে গেয়েছেন এই গান? আবার অনেকে চিনেও নিয়েছেন তাকে।

হ্যাঁ, ঠিকি ধরেছেন ২০২১ সালের স্টার জলসা ‘সুপার সিঙ্গার’ জয়ী গায়িকা শুচিস্মিতা চক্রবর্তী গেয়েছেন গানটি। আর এই ছবিতে প্লে-ব্যাক করে নিজের স্বপ্নপূরণ নিয়ে কিছু কথা শেয়ার করলেন হিন্দুস্থান টাইমস বাংলার সাথে।

এই প্রসঙ্গে শুচিস্মিতা জানান, ‘প্রথমে বিশ্বাসই হয়নি। কারণ এই ছবিতে শ্রেয়া ঘোষাল, রেখা ভরদ্বাজের মতো শিল্পীরা গেয়েছেন, সেখানে আমারও গান থাকবে! সত্যিই ভাবিনি।’

পরে যেদিন রামদা (পরিচালক রামকমল মুখোপাধ্যায়)র সঙ্গে দেখা হল, আর রুক্মিণীদি (রুক্মিণী মৈত্র)র সঙ্গে দেখা হল ওঁরা আমায় বললেন, এই গানটা ওঁরা নামী কাউকে দিয়েও গাইয়েছিলেন। কিন্তু আমার ওই স্ক্র্যাচ গাওয়া গানেই ছবির শ্যুট হয়ে গিয়েছিল। মানে আমার গানেই রুক্মিণীদি পারফর্ম করেন। ওই যে কথায় আছে ‘পড়ে পাওয়া ষোল আনা’। এই গানটা আমার কাছে তেমনই। সত্য়িই আশাই করিনি, এই সুযোগ পাব!

যদিও এটাই প্রথম নয়, আর আগেও বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন শুচিস্মিতা। প্লে-ব্য়াক করাই স্বপ্ন ছিল গায়িকার। যা আরও একবার ‘হরি মন মজায়ে লুকালে কোথায়’ গানটি দিয়ে স্বপ্ন পূরণ হল গায়িকার।